রায়পুর, ১৬ নভেম্বর (হি.স.): ডবল ইঞ্জিন সরকার বস্তারকে নকশালমুক্ত করতে জোরালো পদক্ষেপ নিচ্ছে। জোর দিয়ে বললেন ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও। তিনি বলেছেন, “প্রতিশ্রুতি মতোই ডবল ইঞ্জিন সরকার বস্তারকে নকশালমুক্ত করার জন্য জোরালো পদক্ষেপ নিচ্ছে। আমাদের নিরাপত্তা বাহিনী প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নকশালদের বিরুদ্ধে লড়াই করছে, আমরা ধীরে ধীরে বস্তারকে নকশালমুক্ত করে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি।”
উল্লেখ্য, শনিবারই ছত্তিশগড়ের কাঙ্কের-নারায়ণপুর সীমানায় অবুঝমধের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে।