আগরতলা, ১৬ নভেম্বর: কৈলাশহরের চন্ডিপুর বিধানসভার অন্তর্গত গোলকপুর চা বাগানস্থিত হাইস্কুলের মাঠে রাজ্যভিত্তিক ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়।
কৈলাশহরের চন্ডিপুর বিধানসভার অন্তর্গত গোলকপুর চা বাগানস্থিত হাইস্কুলের মাঠে ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম রাজ্যভিত্তিক জন্মজয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয় তথ্য সংস্কৃতি দপ্তর, জনজাতি দপ্তর ও চন্ডিপুর আরডি ব্লকের উদ্যোগে।
অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমরেন্দ্র দাস ও অতিরিক্ত জেলাশাসক অর্গ সাহা বীরসা মুন্ডার প্রতীকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন । এরপর একটি চারা গাছে সমস্ত অতিথিরা জল দান করেন। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীমতি সম্পা দাস পাল, অতিরিক্ত জেলা শাসক অর্গ সাহা, মহকুমা শাসক প্রদীপ সরকার, জেলা শিক্ষার অধিকারী প্রশান্ত ক্লিকদার, মূর্তি ছাড়া পঞ্চায়েত এর প্রধান চন্দ্রশেখর কুর্মি, সমাজসেবক দীপক মুন্ডা, সমাজসেবক সন্দীপ কুর্মি সহ আরো অনেকেই।
এই অনুষ্ঠানে বেশ কয়েকটি এসএসজি এর স্টলসহ বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয়, যা মন্ত্রী নিজে পরিদর্শন করেন। সাথে চারটি এসএসসি গ্রুপের হাতে চেক তুলে দেওয়া হয়। রাত্রি ব্যাপী স্থানীয় লোকনৃত্য ও বহির্জ্যের শিল্পীদের দ্বারা অনুষ্ঠান চলে। উক্ত অনুষ্ঠান উপভোগ করার জন্য জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।