আগরতলা, ১৬ নভেম্বর: রাজ্য, বহিঃরাজ্যের একসাথে দশটি চুরির মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে প্রেস কনফারেন্সের মাধ্যমে তুলে দিলো জেলা পুলিশ প্রশাসন।
রাজ্য ও বহিঃরাজ্যে চুরির দশটি মোবাইল উদ্ধার করে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন সিপাহীজলা জেলার ডিএসপি নুর বাহাদুর রিয়ান শনিবার দুপুরে। পুলিশ পারেনা এমন কোন কাজ নেই, যদি কাজ করার মানসিকতা নিয়ে পুলিশ কাজ করে তাহলে সমস্ত অপরাধ দমন করার মত শক্তি পুলিশের কাছে রয়েছে।
জানা যায় এই দুই মাসের মধ্যে বিহার, আসাম, ও ত্রিপুরা রাজ্য থেকে দশটি মোবাইল বিভিন্নভাবে চুরি হয়ে যায় প্রকৃত মালিকরা নিজ নিজ এলাকায় থানায় চুরির অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগ হাতে নিয়ে সিপাহীজল জেলা পুলিশ প্রশাসন ত্রিপুরা রাজ্যের ৮টি মোবাইল, আসামের ১টি মোবাইল এবং বিহারের ১টি মোবাইল সর্বমোট দশটি মোবাইল বিভিন্ন ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে মোবাইল গুলোর লোকেশন ট্যাক করে চুরি হয়ে যাওয়া সমস্ত মোবাইল উদ্ধার করেন। কিন্তু এই চুরির কাণ্ডের সাথে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শনিবার দুপুরে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিস কনফারেন্স হলে প্রকৃত মালিকদের নিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে উদ্ধার মোবাইল গুলো মালিকদের হাতে তুলে দেন। এদিনের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান ডিএসপি সিপাহীজলা নূরবাহাদুর রিয়াং। নিজ নিজ মোবাইল হাতে পেয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন প্রকৃত মালিকরা।
জনগণের বক্তব্য পুলিশ ইচ্ছা করলে সমস্ত কাজকে সম্ভব করতে পারেন। অপরাধ দমন করার ক্ষেত্রে পুলিশ যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন তাহলে অনায়াসে ক্রাইম বন্ধ হয়ে যাবে।