উত্তরাখণ্ডের রুরকিতে ডিভাইডার ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, মৃত্যু ৪ জনের

রুরকি, ১৫ নেভিম্রব (হি.স.) : উত্তরাখণ্ডের রুরকিতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট ১০ জন ছিলেন, তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে ও দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালোর থানা এলাকায়।

হরিদ্বারের পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ গাইরোলা বলেছেন, “বৃহস্পতিবার রাতে ম্যাঙ্গালোর থানায় খবর আসে, একটি স্করপিও গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছে। পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছয় এবং সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কয়েকজন। মেরঠ থেকে তাঁরা একটি বিয়ের অনুষ্ঠান যোগ দিতে রুরকি আসছিলেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গাড়িটি দ্রুত গতিতে থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।