অযোধ্যা-লখনউ হাইওয়েতে দুর্ঘটনা, মৃত ৩, আহত ১৫ 

অযোধ্যা, ১৫ নভেম্বর (হি.স.) : শুক্রবার সকালে অযোধ্যা-লখনউ হাইওয়ের রুদৌলি থানা এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা হাসপাতালে পাঠানো হয়। ট্রাভেলারে থাকা ১৫ জন যাত্রীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, রুদৌলি থানা এলাকাটি কুড়া সাদাত ক্রসিংয়ে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি গাড়িতে থাকা চিকিৎসক ও দুই কিশোরীর মৃত্যু হয়। আর যাত্রীবাহী ট্রাভেলারের ১৫ জন যাত্রী আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।