কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : বাংলার ক্রিকেটার যুধাজিৎ গুহ অনূর্ধ্ব – ১৯ ভারতীয় দলে ঢুকলেন। দুবাই তে আয়োজিত এশিয়া কাপে অভাবনীয় এই সুযোগ। বাংলার উদীয়মান ও প্রতিশ্রুতিবান বোলার হিসেবে দারুণভাবেই সে সফল। অনূর্ধ্ব – ১৯, বাংলা দলে দুরন্ত গতিতে সে বোলিং করে চলেছে। আগামী ২৪ নভেম্বর ভারতীয় দল বেঙ্গালুরু থেকে সেখানেই রওনা হবে।
উল্লেখ্য, এ – গ্রুপে রয়েছে যথাক্রমে – পাকিস্তান, জাপান ও সংযুক্ত আরব আমীরশাহী। আগামী ২৬ নভেম্বর শারজা’তে বাংলাদেশের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে ভারত। যদিও ভারতের এই প্রতিযোগিতায় প্রথম খেলা দুবাই’ তে ৩০ নভেম্বর। এদিকে, ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। ওই দলে রয়েছেন – আয়ূশ মোহাত্রে, বৈভব সূর্যবংশী, সি আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ আমান (অধিনায়ক), কিরণ চোর্মালে (সহ অধিনায়ক), প্রণব পন্থ, হরবংশ সিং পাঙ্গালিয়া ও অনুরাগ কাওদে (উইকেট রক্ষক), হার্দিক রাজ, মহম্মদ এনান, কে পি কার্তিকেয়, সমর্থ নাগারাজ, যুধাজিৎ গুহ, চেতনা শর্মা ও নিখিল কুমার।