প্রয়াগরাজ, ১৪ নভেম্বর (হি.স.): ‘একদিনে, এক শিফটের পরীক্ষা’-র দাবিতে উত্তর প্রদেশের প্রয়াগরাজে ইউপিপিএসসি পরীক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত। বৃহস্পতিবার এই প্রতিবাদ চতুর্থ দিনে পড়ল। এদিকে, পরীক্ষার্থীদের এই প্রতিবাদের প্রেক্ষিতে প্রয়াগরাজের ডিসিপি বলেছেন, “অসামাজিক তত্ত্ব ইউপিপিএসসি শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে।”
বিক্ষোভকারীরা বৃহস্পতিবার সকালে ব্যারিকেড ভেঙে উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের গেট নম্বর ২-এ পৌঁছন এবং নিজেদের প্রতিবাদ জারি রাখেন। প্রয়াগরাজের ডিসিপি অভিষেক ভারতী বলেছেন, “শিক্ষার্থীরা রাজ্য পিএসসি-এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তাঁদের সাংবিধানিকভাবে নিজেদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং তাঁদের দাবিগুলি কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হবে। গতকাল, অসামাজিক তত্ত্ব দ্বারা সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তাঁদের উসকানি দেওয়া হচ্ছে।”