আগরতলা, ১৪ নভেম্বর : কেন্দ্রীয় খাদ্য জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বমভানিয়া আজ দুদিনের ধলাই জেলা সফরে এসেছেন। আজ বিকেল তিনটা নাগাদ তিনি আমবাসায় পৌছে সরাসরি চলে যান ডলুবাড়ি গেইট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিদ্যালয়ে পৌঁছে তিনি ছাত্র-ছাত্রীদের গঠন পাঠন সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন এবং ছাত্র-ছাত্রীদের সাথে ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী এদিন, কুলাই স্থিত সর্বজয়া সি এল এফ’এ বিভিন্ন সহায়ক দলের দিদিদের সাথে তিনি মতবিনিময় করেন এবং তাঁদের কাজকর্ম, আর্থিক কর্মপরিকল্পনা এবং বিগত দিনের অভিজ্ঞতার কথা শুনেন।
প্রতিমন্ত্রী শ্রীমতি নিমুবেন এদিন ধলাই জেলা হাসপাতাল পরিদর্শন করেন। জেলা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসকদের সাথে তিনি চিকিৎসা পরিষেবা নিয়ে কথাবার্তা বলেন। আজকে কেন্দ্রীয় মন্ত্রীর এই সফরকালে তাঁর সাথে ছিলেন জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
কেন্দ্রীয় মন্ত্রী আগামীকাল আমবাসায় অনুষ্ঠেয় জেলা পর্যায়ের ধরতি আবা জন জাতীয় গৌরব উৎকর্ষ অভিযান কর্মসূচিতে অংশ নেবেন।