হাফলং (অসম), ১৪ নভেম্বর (হি.স.) : লামডিং-বদরপুর হিল সেকশনের দিহাকু ও মুপার মধ্যে মেগা ব্লক ও রাতে ট্রেন চলাচল বন্ধ রাখায় উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ১৪, ১৫ এবং ১৬ নভেম্বর ১৫৬১৬ নম্বর শিলচর-গুয়াহাটি এবং ১৫৬১৫ নম্বর গুয়াহাটি-শিলচর যাত্রীবাহী ট্রেন বাতিল করেছেন। এছাড়া ১৬, ২৩, ২৭ এবং ৩০ নভেম্বর বাতিল করা হয়েছে ১৫৮৮৮ নম্বর গুয়াহাটি-বদরপুর এবং ১৫৮৮৭ নম্বর বদরপুর-গুয়াহাটি ট্যুরিস্ট স্পেশাল।
তাছাড়া ১৬ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে ১৫৬১৭ গুয়াহাটি-দুল্লভছড়া এক্সপ্রেস এবং ১৫৬১৮ নম্বর দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেস ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে উত্তরপূর্ব রেল।
এদিকে ০৫৬৩৯ নম্বর শিলচর-কলকাতা এক্সপ্রেস ১৪, ২১ এবং ২৮ নভেম্বর, ০৫৬৪০ নম্বর কলকাতা-শিলচর এক্সপ্রেস ১৫, ২২ এবং ২৯ নভেম্বর বাতিল করা হয়েছে।
অন্যদিকে ১২৫০৪ নম্বর আগরতলা-বেঙ্গালরু কেন্ট হামসফর এক্সপ্রেস ১৬, ১৯, ২৩, ২৬ এবং ৩০ নভেম্বর আগরতলা থেকে সকাল সাড়ে পাঁচটার বদলে সকাল সাতটায় আগরতলা থেকে ছাড়বে। ১২৫১৫ নম্বর কোয়াম্বুটর-শিলচর এক্সপ্রেস ১৭ এবং ২৪ নভেম্বরের পরিবর্তে ১৮ এবং ২৫ নভেম্বর রাত ১০টার বদলে ভোর তিনটায় কোয়াম্বুটর থেকে ছাড়বে। ১২৫০৭ নম্বর টিভিসি-শিলচর ১৯ এবং ২৬ নভেম্বর বিকাল ৪.০০টা ৫৫ মিনিটের পরিবর্তে রাত ৯.০০টা ৫৫ মিনিটে তিরুবনন্তপুরম থেকে ছাড়বে। এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর লামডিং-বদরপুর হিল সেকশনের মুপার কাছে ৫২/৫ কিলোমিটার অংশে দুই নম্বর টানেলে পণ্যবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ার দরুন রেলওয়ে ট্র্যাকের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই দিহাকু ও মুপার মধ্যবর্তী স্থানে রেলওয়ে ট্র্যাক মেরামতির জন্য ১৪ নভেম্বর, অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে ৩১ নভেম্বর পর্যন্ত ১৭ দিনের জন্য মেগা ব্লক নিয়েছে উত্তরপূর্ব রেল। যার দরুন সকাল ৯.০০টা থেকে বেলা ২.০০টা পর্যন্ত হিল সেকশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। তাই পাহাড় লাইনে স্বল্প দূরত্বের ট্রেনগুলি বাতিল করে দেওয়ার পাশাপাশি শুধু দূরপাল্লার ট্রেনগুলির সময় পুনর্নির্ধারণ করে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।