কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): এক সরকারি হাসপাতাল থেকে শয্যার অভাবে অপর সরকারি হাসপাতাল, সেখান থেকে ফের আর একটিতে উদভ্রান্তের মত ছোটাছুটি অতি পরিচিত দৃশ্য। রোগীদের এই অসহায়তা এড়ানোর চেষ্টায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এভাবে অন্যত্র রেফার চলবে না। কিন্তু তার বিন্দুমাত্র রূপায়ণ নেই। নির্দেশ আটকে তাঁর মুখেই। ভুগছেন রোগীরা।
বুধবার রাতেই স্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদ জেলার সালার থেকে কলকাতা মেডিক্যালে পৌঁছন উপেন বন্দ্যোপাধ্যায় প্রৌঢ়। তার পর শহরের একের পর এক হাসপাতালে ঘুরলেও সন্ধ্যা পর্যন্ত ওই প্রৌঢ়ের তাঁর স্ত্রীকে কোথাও ভর্তি করানোর খবর মেলেনি।
কলকাতা মেডিক্যালে গিয়েও স্ত্রীকে ভর্তি করাতে পারেননি উপেনবাবু। সেখান থেকে তাঁদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। এসএসকেএমে গেলে সেখান থেকে পাঠানো হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে।