BRAKING NEWS

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা

ডাম্বুলা, ১৪ নভেম্বর(হি.স.) : বুধবার ডাম্বুলায় বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৪৫ রানে জিতেছে শ্রীলঙ্কা। ৪৯.২ ওভারে ৫ উইকেটে ৩২৪ রান করার পর বৃষ্টি নামলে ইনিংস শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। পরে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ২২১ রানের। স্বাগতিকদের দারুণ বোলিংয়ে ৯ উইকেটে ১৭৫ রানে থামে সফরকারীদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন উইল ইয়ং। ৩৪ রানে অপরাজিত থাকেন মাইকেল ব্রেসওয়েল। ৩৫ রান করেন টিম রবিনসন। আর শ্রীলঙ্কার হয়ে চমৎকার ব্যাটিং করলেন আভিশকা ফের্নান্দো(১০০) ও কুসাল মেন্ডিস(১৪৩)। দুইজনেই সেঞ্চুরি করলেন। তাদের দুজনের সেঞ্চুরিতে তিনশ রান সংগ্রহ করল শ্রীলঙ্কা। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। শ্রীলঙ্কার হয়ে দিলশান মধুশঙ্কা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন মহেস থিকসানা ও চারিথ আশালঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *