BRAKING NEWS

নরেন্দ্র মোদীকে ডোমিনিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডমিনিকা তার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করেছে। প্রধানমন্ত্রী মোদী এ নিয়ে এধরণের ১৬টি বিশ্বসম্মান পেলেন।

বৃহস্পতিবার রাজ্য বিজেপি এখবর জানিয়ে লিখেছে, ভারত কোভিডের সময় ডোমিনিকাকে ৭০,০০০ টিকার ডোজ সরবরাহ করেছিল। ডমিনিকার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে “ট্রু পার্টনার” বলে আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, ডোমিনিকা হল ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র। এটি একটি পর্বতময়, রুক্ষ দ্বীপ। এর বেশির ভাগ এলাকা ঘন ক্রান্তীয় অরণ্যে আবৃত। আয়তন মাত্র ৭৫৪ বর্গ কিমি। রোসেউ এর রাজধানী, প্রধান শহর ও বন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *