কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভার ছয়টি আসনে উপনির্বাচন সম্পন্ন হল বুধবার। সকাল থেকেই উত্তেজনার মধ্যে দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত মোট ভোটদানের হার ৬৯.২৯ শতাংশে পৌঁছেছে।
নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের ভোটদানের হার ছিল উল্লেখযোগ্য। সিতাই (এসসি) কেন্দ্রে ৬৬.৩৫ শতাংশ, মাদারিহাট (এসটি) কেন্দ্রে ৬৪.১৪ শতাংশ, নৈহাটি কেন্দ্রে ৬২.১০ শতাংশ, হারোয়া কেন্দ্রে ৭৩.৯৫ শতাংশ, মেদিনীপুর কেন্দ্রে ৭১.৮৫ শতাংশ এবং তালডাঙ্গরা কেন্দ্রে সর্বাধিক ৭৫.২০ শতাংশ ভোটদানের হার রেকর্ড করা হয়েছে। এই উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ সক্রিয় ছিল, এবং দীর্ঘ লাইনে ভোটারদের দেখা যায়।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার চেষ্টা সত্ত্বেও কিছু স্থানে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে। নির্বাচন কমিশন উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় ব্যবস্থা নিলেও, এই ধরনের ঘটনা নির্বাচনকে কলুষিত করেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।