বক্সনগর প্রতিনিধি, ১৩ নভেম্বর : সেমিস্কিল কর্মী হিসেবে মুজরি না দিয়ে অন্যান্য সরকারি কর্মচারীর ন্যায় মাসিক বেতন প্রদান করার দাবি নিয়ে বক্সনগর আর ডি ব্লকের বিডিও-র নিকট ডেপুটেশন প্রদান করে এলাকার মহিলা মেট কর্মীরা।
প্রসঙ্গত, ভারত সরকার মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারান্টি এক্ট স্কিমের আওতায় গ্রাম উন্নয়ন করার লক্ষ্যে সারা দেশে রেগার কাজে মহিলাদের নিযুক্ত করেছে। এরই অঙ্গ হিসেবে রাজ্যের আড়াই হাজারের অধিক মহিলা মেট রেগার কাজের সঙ্গে যুক্ত আছেন। ২০২১ সাল থেকে ত্রিপুরা সরকার মহিলাদেরকে ২০২২ সালের কাজে নিয়োগ করার উদ্যোগ নিয়েছে। প্রায়শই লক্ষ্য করা যায়, গ্রামীণ জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওমেন মেট কর্মীরা। কিন্তু বেতন নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই এই মহিলা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে।
প্রায়শই লক্ষ্য করা গেছে, সারাবছর ধরে রেগার কাজ থাকে না, ফলে অর্থের অভাবে তাদের পরিবার পরিজন ছেলে মেয়েদের নিয়ে খুব কষ্টে দিনযাপন করতে হয়। এই সমস্যার ভিত্তিতে বুধবার, সারা বছর ধরে মাসিক বেতনের দাবিতে বক্সনগর আর ডি ব্লকের মহিলা মেট কর্মীগণ বিডিও-র নিকট ডেপুটেশন প্রদান করেছে।
রেগা কর্মীরা জানান, তাদের দাবি কাজের ক্ষেত্রে মাসিক বেতনের ব্যবস্থা করতে হবে। কাজের যে টার্গেট নিশ্চিত করা থাকে এর চেয়ে বেশি দিন কাজ করেও সঠিক মজুরি পায় না তারা, সে বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান মহিলা মেট কর্মীগণ। পাশাপাশি বছরের বারো মাসই যাতে কাজ থাকে সেই ব্যবস্থা করার কথাও ডেপুটেশনে উল্লেখ করা হয়। সেমিস্কিল কর্মী হিসেবে মুজরি না দিয়ে অন্যান্য সরকারি কর্মচারীর ন্যায় মাসিক বেতন প্রদান করার দাবি নিয়ে সনদ পেশ করেন বক্সনগর আর ডি ব্লকের মহিলা মেট কর্মীরা।
বক্সনগর ওমেন মেট ইউনিটের পক্ষে সেক্রেটারি জেসমিন আক্তার এবং প্রেসিডেন্ট মুনমুন কর এই বিষয়ে সংবাদ মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গ্রাম উন্নয়ন দপ্তরের উচ্চ আধিকারিক এবং মন্ত্রীদের নিকট তাদের বেতনের সঠিক ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছেন।