কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : বিশিষ্ট নাট্যকার তথা অভিনেতা মনোজ মিত্রকে চোখের জলে বিদায় জানালেন অগণিত গুণমুগ্ধরা। মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা মনোজ মিত্র। এদিন তাঁর মরদেহ শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রবীন্দ্র সদনের সামনে শায়িত থাকে।
রবীন্দ্রসদনের মূল প্রবেশদ্বারের মুখেই শায়িত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও নট–নাট্যকার এবং চলচ্চিত্র জগতের নক্ষত্র। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বও উপস্থিত ছিলেন। রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শোকবার্তায় জানান, তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মনোজ মিত্রের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিন তাঁর সঙ্গে ছিলেন দলীয় নেতৃত্বের তরফে কৃষ্ণা দেবনাথ, আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন রায় চৌধুরী ও শেখ নিজামুদ্দিন প্রমুখ।

