আল কায়দা যোগ : এনআইএ-র হানা ত্রিপুরায়

আগরতলা, ১২ নভেম্বর: জঙ্গি সংগঠন আল কায়দার হয়ে কাজ করা সহযোগীদের খোঁজে নেমে এ বার ত্রিপুরায় এল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গতকাল ভোরে একযোগে ত্রিপুরা সহ ছয় রাজ্যে অভিযান চালিয়েছে। অভিযানে নেমে যাত্রাপুর থানাধীন তেতাইয়া মুড়া এলাকায় বাসিন্দা কাউচার আহমেদকে  জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে…………….