আগরতলা, ১২ নভেম্বর : মন্ত্রী হিসেবে তিন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই সক্রিয়ভাবে মাঠে নেমে কাজ করে চলেছেন মন্ত্রী সুধাংশু দাস। নিজের অধীনে থাকা দপ্তরগুলোর উন্নয়নে প্রতি তিন মাস পর পর দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস।
মঙ্গলবার ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ে এক জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, ধলাই জেলার জেলাশাসক, বিধায়ক শম্ভু লাল চাকমা, বিধায়ক পল ধাংসু, বিধায়িকা নন্দিতা রিয়াং,মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের জেলা আধিকারিকগণ সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিনের বৈঠকে মূলত মন্ত্রীর অধীনে থাকা তিন দপ্তরের উন্নয়নে যেসমস্ত প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল সেগুলোর কাজ কতটা বাস্তবায়িত হয়েছে এবং কী কী ঘাটতি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এই জেলায় দপ্তরের বিভিন্ন স্কিমে যেসমস্ত সুবিধাভোগীরা রয়েছে তাদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছেছে কিনা সে বিষয়েও বিস্তর আলোচনা হয়।