বাগমারা’তে ভোটের প্রচারে একমঞ্চে রাহুল গান্ধী ও অধীররঞ্জন চৌধুরী 

রাঁচি, ৯ নভেম্বর (হি. স.) ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচার তুঙ্গে। শনিবার ভোট প্রচারে এক মঞ্চেই রাহুল গান্ধী ও অধীররঞ্জন চৌধুরী। ধানবাদ জেলার বাগমারা ‘তে যোগ দেন। কংগ্রেস প্রার্থী জলেশ্বর মোহতা’ র সমর্থনে প্রচার যোগদান করেন উভয়েই। শ্রী গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, দ্রব্য মূল্যবৃদ্ধির জন্য গরীব মানুষের দুর্দশা এই মুহূর্তে চরমে। অথচ, বিজেপি শাসিত দিল্লি সরকারের এ নিয়ে কোনও হেলদোল নেই। কর ব্যবস্থার সংশোধনীর নামে লুট করা হচ্ছে দেশবাসীর অর্থ – এই মারাত্মক অভিযোগ উত্থাপন করেন তিনি। আমদানি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতেই সচেষ্ট কেন্দ্রীয় সরকার। ধারাভি’তে এক লক্ষ কোটি টাকাতে জমি দেওয়া হয়েছে। এর থেকে বেশি অর্থ নাকি আর কেউ দিতেই পারে না বলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সবিস্তারে জানিয়ে দেন তিনি। দেশের তফসিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অনুন্নত সম্প্রদায়ের কথা তুলেও ধরেছেন রাহুল।

উল্লেখ্য, সিমডেগা ও লোহারদাগা’তে এর আগেই জনসভা সেরেছেন শ্রী গান্ধী। ধানবাদে জনসভার পর অধীরকে সঙ্গে নিয়ে যান তিনি জামশেদপুরে।