আগরতলা, ৯ নভেম্বর: উন্নততর ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে সমগ্র দেশব্যাপী কংগ্রেসের ডাকে চলছে সংহতি পদযাত্রা। এরই ডাকে ত্রিপুরার প্রদেশ কমিটির অন্তর্গত সোনামুড়ায় জেলা কংগ্রেসের উদ্যোগে মহকুমার চারটি বিধানসভা এলাকায় সংঘটিত হচ্ছে কংগ্রেসের পদযাত্রা।
আজ নলছড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্লভ নারায়ন এলাকা থেকে দীর্ঘ ৭ কিমি পথ পরিক্রমা করে সংহতি পদযাত্রা। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, সংগঠনের তপশিলি কংগ্রেস জেলা সভাপতি লক্ষণ দাস, জেলা কংগ্রেস সম্পাদক হাবিল মিয়া, এবং লক কংগ্রেস সভাপতি পরেশ দেবনাথ।
পদযাত্রায় সংগঠনের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক সাড়া পাওয়ার যায় বলে জানান জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী।