BRAKING NEWS

লক্ষাধিক টাকা নিয়ে বাপের বাড়িতে চলে গেল স্ত্রী, টাকা ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ স্বামী

ধর্মনগর, ৭ নভেম্বর : কয়েক লক্ষ টাকা ধার বাবদ নিয়ে বিবাহের নয় মাসের মধ্যে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে গেলো স্ত্রী। এতে অসহায় স্বামী, স্ত্রী ও নগদ অর্থ কিছুই না পেয়ে ধর্মনগর আদালতে মামলা দায়ের করলো। প্রতারণার শিকার হওয়া এই ঘটনাটি সংঘটিত হয়  চুরাইবাড়ি থানা এলাকার পূর্ব-ফুলবাড়ি গ্রামের খাদিমপাড়ার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সাবুল মিয়ার সঙ্গে।

সাবুল জানায়, বিগত নয় মাস পূর্বে ইসলাম রীতি মেনে শিলচর কনকপুরের বাসিন্দা আছকর আলী লস্করের মেয়ে হাজিরা বেগম লস্করকে বিবাহ করে। বিবাহের কিছুদিন পর তার শ্বশুর বাড়ির সামিন আলী মজুমদার, নাজিরা বেগম লস্কর ও আনোয়ারা বেগম মিলে তার কাছ থেকে ধার বাবদ নগদ দু’লক্ষ সত্তর হাজার টাকা নেয়। এর কিছুদিন পর আরো নগদ দু’লক্ষ টাকা নিয়ে ভোর রাতে তার স্ত্রী হাজিরা বেগম লস্কর বাপের বাড়িতে চলে যায় বলে জানায় সে। যদিও পরবর্তী সময় তা আবার ফিরিয়ে দেওয়া হয়।

কিন্তু বর্তমানে তার শ্বশুরবাড়ির লোকজনেরা তার স্ত্রীকে কোন এক জরুরী কাজের কথা বলে শিলচরে বাপের বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে আর হাজিরা বেগম চুরাইবাড়ি স্থিত স্বামীর বাড়িতে আসেনি। এককথায় স্ত্রী ও নগদ অর্থ ফিরে না পেয়ে গত চার নভেম্বর প্রথমে চুরাইবাড়ি থানায় মামলা ও পরদিন ধর্মনগর আদালতে পুনরায় মামলা দায়ের করে সাবুল।

এদিকে, সে আরো জানায়, স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে নাকি এখন আরো আড়াই লক্ষ টাকা দাবি করছে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেরা। সর্বোপরি সে তার স্ত্রী ও নগদ দুই লক্ষ সত্তর হাজার টাকা ফিরে পেতে আইনের দ্বারস্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *