লক্ষাধিক টাকার ফসল নষ্ট করল দুষ্কৃতী

কমলপুর, ৭ নভেম্বর : পূর্ব শত্রুতার জেরেই নষ্ট হল এক কৃষকের সমস্ত ফসল। প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের। এই ইদানিংকালে কৃষকদের ফসল নষ্ট করে দেওয়ার মতো জঘন্য কার্যকলাপ ক্রমশ বেড়ে চলেছে। পূর্ব শত্রুতা মেটাতে কৃষকের ফলন্ত লাউ গাছের বাগান ধ্বংস করে দেওয়ার ঘটনা রীতিমতো উদ্বেগজনক।

ঘটনার বিবরণে জানা যায়, কৃষক গৌতম দাসের ফলন্ত লাউয়ের ১১০টি ঝার কেটে ৩ লক্ষ টাকা ক্ষতি করে দিয়েছে দুষ্কৃতকারীরা। মাথায় হাত পড়েছে কৃষক গৌতম দাসের। ঘটনা কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী আরডি ব্লকের পশ্চিম কুচাইনালা পঞ্চায়েতের মেথির মিয়া গ্রামে। দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অন্তর্ভুক্ত মেথির মিয়া গ্রামের বাসিন্দা গৌতম দাস। মোট জমি ৩৫ কানি। প্রতি বছরের ন্যায় এবারও বাজারজাত করার জন্য মেথির মিয়া  ধলাই নদীর পাশে উনি পৌনে দুই কানি জমিতে ১২১টি ঝার তৈরী করে পানি লাউ লাগিয়ে ছিলেন। লাউ ধরেছে বেশ। কৃষির উপর নির্ভর গৌতম দাসের পরিবার।

কৃষক হিসাবে ধলাই জেলার মধ্যে পরিচিত রয়েছে। গত দুদিন আগে গভীর রাতে দুষ্কৃতকারীরা ১০/১১টি লাউয়ের ঝার বাদে বাকি সব লাউয়ের ঝার কেটে দিয়ে গেছে। ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষ টাকা থেকে সাড়ে ৩ লক্ষ টাকা হবে। কৃষক গৌতম দাস জানান, প্রতি বছর এমন সময়ে ধলাই জেলার বিভিন্ন বাজারে পাইকারদের কাছে লক্ষ লক্ষ টাকার লাউ বিক্রি করেন। দুষ্কৃতকারীরা গৌতম দাসের লাউয়ের গাছ কেটে দেওয়ার দুঃখ প্রকাশ করেছেন গ্রামের কৃষকরা। তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গৌতম দাস ঘটনাটি কমলপুর থানায় জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *