আগরতলা, ৭ নভেম্বর: দিন দুপুরে সিপাহীজলা অভয়ারণ্যে ঘুরতে এসে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত পর্যটকরা। পাশাপাশি তাদের কাছ থেকে নগদ অর্থ ছিনিতাইয়ের অভিযোগ তুলেছেন পর্যটকরা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে কুমারঘাট থেকে নয়ন সরকার নামে এক পর্যটক তার বান্ধবীকে নিয়ে সিপাহীজলা অভয়ারণ্যে টিকেট কেটে প্রবেশ করে। দীর্ঘক্ষণ তারা সিপাহীজলা অভয়ারণ্যে ঘোরাফেরা করে জীবজন্তু, পশুপাখি দেখে ফেরার পথে শাকিল খান নামে এক যুবক প্রথমে পর্যটকদের কাছে সিপাহীজলা অভয়ারণ্যের রেঞ্জ অফিসার পরিচয় দিয়েছেন। তারপর পর্যটক নয়ন সরকার কাছে অভয়ারণ্যে মধ্যে জোর জবরদস্তি করে মারধর করে ৩০০০ টাকা ছিনতাই করে নিয়ে যান বলে অভিযোগ। এমনকি তাদের কাছ থেকে মোবাইলটি নিয়ে পালিয়ে যাওয়ার পথে পর্যটক নয়ন সরকার এবং তার সাথে থাকা বান্ধবী চিৎকার শুরু করতে মোবাইলটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এমন সময় ফার্স্ট গেইটের সামনে থাকা অন্যান্য পর্যটকরা বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে ছুটে আসতেই দুষ্কৃতিকারী শাকিল খান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর প্রদীপ নট্ট সহ টিএসআর জওয়ান। তাছাড়া, খবর পেয়ে ছুটে গিয়েছেন সিপাহীজলা ফরেস্ট অফিসার সোহেল মিয়া খাদিম। এদিকে দুষ্কৃতিকারী ছিনতাইবাজ শাকিল খান ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পূর্বে পর্যটক নয়ন সরকারকে বলে যান যদি এই বিষয়ে কাউকে কিছু বলেন তাহলে তাকে প্রাণে মেরে ফেলবেন।
জানা যায়, অভিযুক্তের বাড়ি বিশালগড় নাড়াউড়া টিলা এলাকায়। সেই প্রতিনিয়ত সিপাহীজলা ঘুরতে আসা বিভিন্ন পর্যটকদের প্রতিনিয়ত লুটে নিচ্ছে। শাকিল খানের এই ধরনের কাজকর্মের সাথে সিপাহীজলা অভয়ারণ্যের থাকা কিছু বন কর্মীরাও জড়িত রয়েছে বলে মনে করছেন পর্যটকরা।