নয়াদিল্লি, ৬ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি ভারতীয় খাদ্য নিগমে (এফ সি আই) ২০২৪-২৫ অর্থবছরে ন্যায্যতা সংযোজন বাবদ ১০,৭০০ কোটি টাকার কার্যকরী মূলধন বিনিয়োগে অনুমোদন প্রদান করেছে। কৃষি ক্ষেত্রকে শক্তিশালী করা এবং সারা দেশে কৃষকদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। কৃষকদের সমর্থন যোগানো এবং কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে ভারত সরকারের সনিষ্ঠ দায়বদ্ধতা থেকেই এই দৃঢ় কৌশলগত পদক্ষেপ।
ভারতীয় খাদ্য নিগম ১৯৬৪তে ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধন এবং ন্যায্যতা বাবদ ৪ কোটি টাকা সম্বল করে যাত্রা শুরু করেছিলো।নিগমের কর্মকান্ড বহুগুন বেড়ে গিয়ে কার্যকরী মূলধন ১১০০০ কোটি থেকে ২০২৪ এর ফেব্রুয়ারিতে ২১০০০ কোটি টাকা হয়েছে। ন্যায্যতা বাবদ টাকার পরিমানও ২০১৯-২০ তে ৪৪৯৬ কোটি টাকা থেকে বেড়ে ২০২৩-২৪ অর্থ বছরে ১০,১৫৭ কোটি টাকা হয়েছে। বর্তমানে ভারত সরকার তাৎপর্যপূর্ণ ভাবে খাদ্য নিগমকে আর্থিকভাবে আরও শক্তিশালী করতে এবং রূপান্তরণের লক্ষ্যে গৃহীত উদ্যোগ সমূহে বড়সড় উদ্দীপনা যোগাতে ন্যায্যতা বাবদ ১০,৭০০ কোটি টাকা বিনিয়োগ মঞ্জুর করেছে।
ভারতীয় খাদ্য নিগম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম সমর্থন মূল্যে (এম এস পি) খাদ্যশস্য সংগ্রহ, খাদ্য শস্যের কৌশলগত মজুদ রক্ষণাবেক্ষণ, কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে খাদ্যশস্য বিতরণ এবং বাজারে খাদ্যশস্যের মূল্যগত স্থিতাবস্থা বজায় রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভারতীয় খাদ্য নিগমের পরিচালনগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কার্যকরী দায়িত্ব নির্বাহনের পরিপূর্ণতা নিশ্চিত করতে ন্যায্যতা সংযোজন একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। নিগম তহবিল সংক্রান্ত চাহিদার ফাঁক ভরাট করতে স্বল্প মেয়াদী ঋণ নিয়ে থাকে। ন্যায্যতা সংযোজনের এই প্রয়াস সুদের বোঝা কমাতে সাহায্য করবে এবং শেষ পর্যন্ত ভারত সরকারের ভর্তুকির মাত্রাও কমাবে।
ভারতীয় খাদ্য নিগমের পরিচালনগত সক্ষমতায় ন্যুনতম সহায়ক মূল্য ভিত্তিক ক্রয় এবং বিনিয়োগের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন, কৃষি ক্ষেত্রকে শক্তিশালীকরণ এবং দেশে খাদ্য নিরাপত্তার নিশ্চয়তার জন্য সহযোগিতামূলক প্রয়াসের মাধ্যমে ভারত সরকারের দ্বৈত দায়বদ্ধতার প্রমান হিসেবে তাৎপর্যপূর্ণভাবে উঠে আসে।