রাজ্য সফরে ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারী-র ভাইস চেয়ারপার্সন অঞ্জনা পানওয়ার, সাফাই কর্মচারীদের কল্যাণকারী বিভিন্ন যোজনা ও বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেন

আগরতলা, ৬ নভেম্বর : ভারত সরকারের ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারী-র ভাইস চেয়ারপার্সন অঞ্জনা পানওয়ার আজ রাজ্য সফরে এসে আগরতলা পুর নিগম সহ বিভিন্ন পুর সংস্থার সাফাই কর্মচারীদের কল্যাণকারী বিভিন্ন যোজনা ও বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। এই পর্যালোচনা বৈঠকে সমাজ কল্যান সমাজ শিক্ষা দপ্তরের সচিব দীপা ডি নায়ার, আগরতলা পুর নিগমের মিউনিসিপাল কমিশনার ডাঃ শৈলেশ যাদব, পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, বিভিন্ন জেলার জেলা প্রশাসনের আধিকারীকগন, ব্যাংক সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগন অংশ নেন।

পর্যালোচনা বৈঠকে জাতীয় সাফাই কর্মচারী কমিশনের ভাইস চেয়ারপার্সন শ্রীমতী পানওয়ার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফাই কর্মীদের বিষয়ে বিশেষভাবে সংবেদনশীল। ক্ষমতাসীন হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম যে যোজনা চালু করেছেন তা হল স্বচ্ছ ভারত মিশন। সাফাই কর্মচারীদের কাজে প্রতি সম্মান জানাতে প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের প্রয়াগরাজে সাফাই কর্মচারীদের সম্মানীত করেন। বারানসীতে প্রধানমন্ত্রী নিজে সাফাই কর্মচারীদের সঙ্গে বসে ভোজন করেছেন। শ্রীমতী পানওয়ার সাফাই কর্মীদের উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাফাই কর্মীরা সমাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেন। কোভিড অতিমারীর সময় নিজেদের জীবন বিপন্ন করে তাঁরা সকলের জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন।

অঞ্জনা পানওয়ার সাফাই কর্মীদের মজুরী, চিকিৎসার জন্য ইএসআই, স্বাস্থ্য বিমা, আয়ুষ্মান কার্ড প্রদানের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর করেন। সাফাই কর্মীদের মজুরী প্রতি সপ্তাহে মিটিয়ে দেওয়ার আর্জি জানিয়ে তিনি বলেন, সাফাই কর্মীদের বছরে দুবার স্বাস্থ্য পরীক্ষা করানোর উপর গুরুত্ব দেওয়া উচিত। সুরক্ষার জন্য সাফাই কর্মীদের মধ্যে নিয়মিত হ্যান্ড গ্লভস, গামবুট, রেডিয়াম জ্যাকেট ও উপযুক্ত ইউনিফর্ম সরবরাহের উপর গুরুত্ব দেন। তাছাড়া, সাফাই কর্মীদের জন্য বর্ষাকালের জন্য বর্ষাতি, শীতকালের জন্য স্যুয়েটর এবং উপযুক্ত জুতো সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তর, কর্তৃপক্ষ ও আধিকারিকদের প্রতি নির্দেশ দেন। সাফাই কর্মীদের জন্য ইপিএফ সুবিধা সঠিকভাবে সর্বত্র দেওয়ার ব্যাপারেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *