ধর্মনগর, ৫ নভেম্বর : রাজ্য সরকার কর্তৃক ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানকে কেন্দ্র করে ধর্মনগর রাষ্ট্রবাদী সরকারী কর্মচারী সংঘের উদ্যোগে শহর জুড়ে অভিনন্দন র্যালি সংগঠিত করা হয় মঙ্গলবার।
রাজ্যের বিজেপি সরকার রাজ্যের সকল সরকারী কর্মচারীদের মুখে হাসি ফুটালো। রাজ্যে দীপাবলীর ঠিক প্রাক মুহূর্তে রাজ্য সরকার ৫ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেছে। রাজ্য সরকার কর্তৃক এই ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানকে কেন্দ্র করে ধর্মনগর রাষ্ট্রবাদী সরকারী কর্মচারী সংঘের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহর জুড়ে একটি অভিনন্দন র্যালি অনুষ্ঠিত হয়।
এটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কালী দীঘীর পাড়ে অবস্থিত নেতাজী মূর্তির পাদদেশে এসে এই র্যালির সমাপ্তি হয়। এতে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য্য, অনুপ কুমার দত্ত, রণধীর দেবনাথ, অমলেন্দু চৌধুরী সহ ধর্মনগর রাষ্ট্রবাদী সরকারী কর্মচারী সংঘের সকল কার্যকর্তাগণ।
এই র্যালি থেকে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সহ ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে ধন্যবাদ জানান সংগঠনের সকল কার্যকর্তাগণ।