আগরতলা, ৫ নভেম্বর : অঞ্জলি ইন্টারন্যাশনাল চাইল্ড ফেস্টিবল হবে এবার উড়িষ্যার ভুবনেশ্বরে। এতে ত্রিপুরা থেকে কলাকুঞ্জ সাংস্কৃতিক সংস্থার হয়ে ১১ জন শিশু অংশগ্রহণ করবে এই ইন্টারন্যাশনাল ফেস্টিবলে। আগামী ১৩ ই নভেম্বর শুরু হবে ভুবনেশ্বরে অঞ্জলি ইন্টারন্যাশনাল চাইল্ড ফেস্টিবল।
ত্রিপুরা থেকে ১১ জন শিশু সহ তাদের অভিভাবক মিলিয়ে মোট ২৭ জনের টিম রয়েছে। এর মধ্যে দুজন স্পেশাল শিশুও রয়েছে। আগামী ৮ নভেম্বর রেলপথে রওনা হবেন তারা সকলে।
মঙ্গলবার শতদল সংঘ ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এই সব তথ্য তুলে ধরলেন কলাকুঞ্জ কালচারাল একাডেমীর প্রিন্সিপাল সীমা সরকার। শতদল সংঘেই রয়েছে এই কালচারাল একাডেমি। সাংবাদিক বৈঠকে শতদল সংঘের তরফ ২৭ জনকে অভিনন্দন জানালো হয়।
একই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সর্বোতভাবে সহায়তা করা হবে বলেও জানালেন শতদল সংঘ ক্লাবের সম্পাদক অধীর দেবনাথ। ক্লাব সম্পাদকসহ ক্লাবের কর্মকর্তারা আশাবাদী, কলাকুঞ্জ কালচারাল একাডেমীর হয়ে শিশুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে আন্তর্জাতিক এই উৎসবে।