আগরতলা, ৪ নভেম্বর : অতি সত্বর নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ বেকাররা আবারও সোচ্চার হয়েছেন। তাঁরা উষ্মা প্রকাশ করে বলেন, বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট থাকা সত্বেও রাজ্য সরকার নিয়োগের উদ্যোগ নিচ্ছে না। ফলে, টেট উত্তীর্ণ হয়ে দুই বছর ধরে চাকুরীর আশায় আমরা বসে রয়েছি।
আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে টেট উত্তীর্ণ বেকাররা নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী ও টিআরবিটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের বক্তব্য, ২০২২ সালে টেট উত্তীর্ণদের নিয়োগের বিষয়ে দফতর নিরবতা অবলম্বন করে চলেছে। রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সংকট থাকা সত্বেও নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে, বেকারের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তাঁরা হতাশার সুরে বলেন, নিয়োগের দাবিতে বহুবার আওয়াজ তুলেও নিরাশা হাতে এসেছে।
তাঁদের বক্তব্য, ইতিপূর্বে নিয়োগের দাবিতে বেশ কয়েকবার টিআরবিটি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আর্জি জানানোর চেষ্টা করেছি, কিন্তু, সাক্ষাতের অনুমতি মিলেনি। তাই, অসহায়ের মতো চাকুরীর অপেক্ষায় প্রহর গুণে চলেছি।
তাঁদের দাবি, টিআরবিটি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, সরকারের সম্মতির অপেক্ষায় নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। শিক্ষক নিয়োগে সরকারের সবুজ সংকেত মিললেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তাই, তাঁরা রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ জানিয়েছেন, অতি সত্তর শিক্ষক নিয়োগে প্রক্রিয়া শুরু করা হোক।