আগরতলা, ৪ নভেম্বর : বনমালীপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সংহতি পদযাত্রা সোমবার অনুষ্ঠিত হয়। পদযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা এবং বিধায়ক গোপাল রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উন্নততর, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে কংগ্রেসের সংহতি পদযাত্রা বনমালীপুর বিধানসভা কেন্দ্রে সোমবার অনুষ্ঠিত হয়। উপস্থিত এলাকার বিধায়ক গোপালচন্দ্র রায় ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
এদিন রামঠাকুর ক্লাব সংলগ্ন এলাকা থেকে রেলিটি শুরু হয়ে চন্দ্রপুর স্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয় । সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন। তারা বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের এবং দেশের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
এদিকে, সোমবার সুরমা বিধানসভা কেন্দ্রে সংহতি পদযাত্রার আয়োজন করে সুরমা প্রদেশ কংগ্রেস কমিটি। ধর্মনিরপেক্ষতা, ঐক্যবদ্ধ এবং প্রগতিশীল ও উন্নয়নশীল ভারত গড়ার লক্ষ্যে সোমবার কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রে সুরমা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সংহতি পদযাত্রার আয়োজন করে। এদিন, সংহতি পদযাত্রা শুরু হয় সুরমা বিধানসভা কেন্দ্রের মরাছড়া বাজার থেকে। এতে প্রচুর কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এরপর সোনারায়, ছোটসুরমা, কার্তিক গ্রাম গ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করে মরাছড়া হয়ে লালছড়ি গ্রামে সমাপ্ত হয়।
মিছিলের অগ্রভাগে ছিলেন সুরমা প্রদেশ কংগ্রেসের ব্লক সভাপতি রতন চন্দ, ধলাই জেলার প্রদেশ কংগ্রেসের ওবিসি চেয়ারম্যান রবীন্দ্র বিশ্বাস, কমলপুর পিসিসি সদস্য মানিক ভট্টাচার্য্য, ধলাই জেলার প্রদেশ কংগ্রেসের সভাপতি অনিল দাস প্রমুখ। সংহতি পদযাত্রা বিষয়ে সুরমা বিধানসভার প্রদেশ কংগ্রেসের সভাপতি রতন চন্দ বলেন, সংহতি পদযাত্রার উদ্দেশ্য হল – রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সারা রাজ্যে জাতি দাঙ্গা, ধর্ম নিয়ে হানাহানি, বর্ন নিয়ে হানাহানি হয়েছে। কিছুদিন আগে ধর্মনগর, পানিসাগর হিন্দু মুসলিম দাঙ্গায় কয়েকজন প্রান হারিয়েছে। গন্ডাছড়ায় জাতি দাঙ্গায় বহু বাড়ি ঘর পুড়ে ছাই হয়েছে। জাতি দাঙ্গা, হিংসা হানাহানি যাতে বন্ধ হয় তার জন্য সুরমা বিধানসভার প্রদেশ কংগ্রেসের সংহতি পদযাত্রা।