ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্মোক হাউস

আগরতলা, ৪ নভেম্বর : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্মোক হাউস। আজ সকালে চেলাগাঙমুখ বাজার সংলগ্ন ভূবন মোহন ত্রিপুরার বাড়িতে রাবার ব্যবসায়ী রতন দাসের অগ্নিকান্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী দুইটি ইঞ্জিন। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত নিয়ে এখনো জানা যায় নি।

জানা গিয়েছে, আজ সকল আটটার নাগাদ বাড়ীর মালিক ভূবন মোহন ত্রিপুরা ঘরে কাজ করার সময় সামান্য আগুনের লেলিহান শিখা দেখতে পায়। সেই আগুন ধীরে ধীরে ভয়াবহ রুপ নেয়। গুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে দমকলের একটি ইঞ্জিনের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি। খবর দেওয়া হয় অমরপুর দমকল বাহিনী। অবশেষে দুটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বড়সড় অগ্নীকান্ডের হাত থেকে চেলাগাঙমুখ বাজারটিকে রক্ষা করা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষাধিক টাকার উপরে হবে বলে জানান ড়ীর মালিক ভূবন মোহন ত্রিপুরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *