রায়পুর ৪ নভেম্বর (হি.স.): সোমবার ছত্তিশগড়ে রাজ্যোৎসব-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান হবে নব রায়পুরের অটল নগরে রাজ্যোৎসব মেলাস্থলে। সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব ছত্তিশগড়ে রাজ্যোৎসবে যোগ দিতে বিকাল ৩.৪০ মিনিটে বিমানবন্দরে পৌঁছবেন। এদিন সন্ধ্যা ৬টায় তিনি রাজ্যোৎসবের অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী ডঃ যাদব সন্ধ্যা ৭.৫০ মিনিটে রাজজ্যোৎসব থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখান থেকে ভোপালের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।