পিতাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে

আগরতলা, ৩ নভেম্বর : পিতা কাজল দাসকে খুন করার অভিযোগে পূর্ব আগরতলা থানা পুলিশের হাতে গ্রেফতার ছেলে অভ্রজিৎ দাস। ঘটনাটি ঘটেছে শহরের বিদ্যাসাগর পুরানো কালিবাড়ি রোড এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে বিদ্যাসাগর এলাকায় খুন হন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কাজল দাস। হত্যার কোনো প্রত্যক্ষদর্শী না থাকলেও আত্মীয়দের অভিযোগ ছেলেই হত্যা করেছে নিজ পিতাকে।

ঘটনাস্থলে উপস্থিত মৃতের জনৈক আত্মীয় অভিযোগ করেন, ছেলে অভ্রজিৎ নারী সংক্রান্ত এবং টাকার বিষয়ে পিতাকে হত্যা করেছে। তিনি আরো বলেন, হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যায় সে।

আজ সকালে পিতার হত্যার অভিযোগে পুলিশ ছেলে অভিজিৎ দাস উরফে পাপাইকে আটক করেছে।