আগরতলা, ৩ নভেম্বর : মুম্বাইতে বাইকের ধাক্কায় মৃত্যু বরণ করেন এনআইটি – এর ১৯৮৬ সালের ব্যাচ পাস আউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পিনাকি দে। রবিবার উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দোষীর শাস্তির দাবিতে আগরতলায় প্রদীপ জ্বালিয়ে নিরব প্রতিবাদ মিছিল করল এনআইটি আগরতলা এলামনি অ্যাসোসিয়েশন।
১৯৮৬ সালে এনআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাস আউট করেছিলেন পিনাকী দে। মেকানিকেলে পাস আউট করার পর তিনি উচ্চপদে চাকরি পান মুম্বাই শহরে। তিনি দেশ-বিদেশেও চাকুরী করেন। এরপর কয়েক বছর থেকে একটি সফটওয়্যার কোম্পানিতে অধিকর্তা হিসাবে নিয়োজিত ছিলেন। গত ২১শে অক্টোবর উনার স্থির হার্নিয়া ও গোল ব্লাডার অপারেশনের জন্য মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। যথারীতি সফল অস্ত্রোপচার হয় হাসপাতালে।
আর ২১ অক্টোবর রাতেই পিনাকী দে ডিনারের জন্য মুম্বাই হাসপাতালের দুই নম্বর গেইট দিয়ে বের হওয়া মাত্রই একটি বাইক এসে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তাকে মুম্বাই এইচ এন হাসপাতালে নিয়ে যাওয়ার পর, পিনাকী দের মৃত্যু হয়। তিনি আগরতলা এলামনি এসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন। উনার হঠাৎ করে বাইকের ধাক্কায় মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না এলামনির সদস্যরা। রবিবার সন্ধ্যায় পিনাকে দে’কে শ্রদ্ধা জানিয়ে এবং দোষির শাস্তি দাবি জানিয়ে আগরতলা উমাকান্ত স্কুলের সামনে থেকে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করে এলামনি অ্যাসোসিয়েশন।