খোয়াই, ৩ নভেম্বর : রবিবার খোয়াই বলরাম কোবরাপাড়ায় এইচএস স্কুলের বিল্ডিং নির্মাণ কাজ পরিদর্শন করলেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পাশাপাশি এদিন তিনি মহারানীপুর ১০০ শয্যা বিশিষ্ট বয়েজ এন্ড গার্লস হোস্টেলের নির্মাণ কাজও পরিদর্শন করে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।
জনজাতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নয়নের জন্য প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় গৃহগুলি পাকা করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের থাকার জন্য হোস্টেল নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের পাশে থেকে সহজেই পড়াশুনা করার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে , মূলত এই উদ্দেশ্যে নিয়ে জনজাতি এলাকার শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলছে বর্তমান সরকার।
সেই মোতাবেক খোয়াই বলরাম কোবরাপাড়ার এইচ/এস স্কুল বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি মহারানীীপুরে নির্মিত হচ্ছে ১০০ সজ্জা বিশিষ্ট গার্লস হোস্টেল। এবং ৫০ শয্যা বিশিষ্ট পুরানো বয়েজ হোস্টেলকে ১০০ আসনবিশিষ্ট করার কাজ শুরু হয়েছে। রবিবার এই দুটি নির্মাণ কাজ পরিদর্শন করে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পাশাপাশি এদিন তিনি ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময়ে করেন।