ফটিকরায়, ১ নভেম্বর : ঊনকোটি জেলার ফটিকরায়ের রাজনগরের এলবিবি ক্লাবে উদ্বোধন হলো কালীপুজো ও মন্ডপের। মন্ত্রী সুধাংশু আনুষ্ঠানিকভাবে কালীপুজো ও মন্ডপের উদ্বোধন করেন।
অমাবশ্যার পূন্য তিথিতে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহষ্পতিবার রাতে ঊনকোটি জেলার ফটিকরায় রাজনগরের এলবিবি ক্লাবে উদ্বোধন হলো কালী পূজো মণ্ডপের। মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাসের হাত ধরে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কাটার মধ্যদিয়ে উদ্বোধন হয় এই পূজো মণ্ডপের।
উপস্থিত ছিলেন, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ক্লাব সভাপতি ইষতোষ ভট্টাচার্য সহ অন্যান্য অতিথীরা। ক্লাবের ৩৯ তম পূজোর আয়োজনে কোলকাতা বেলুড় মঠের অনুকরনে। প্রায় বারো লক্ষ টাকা বাজেট নিয়ে গড়ে উঠেছে ক্লাবের পূজো মণ্ডপ। উদ্বোধনী সন্ধ্যা থেকেই পূজো দেখতে মণ্ডপমূখী হয়েছেন দর্শনার্থীরা।
অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে দীপাবলি অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। গ্রামীন এলাকায় এধরনের বড়ো মাপের পূজোর আয়োজন করায় ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মন্ত্রী। যুব সমাজকে নেশা থেকে বিরত থাকার বার্তাও এদিন দেন সুধাংশু দাস।