আগরতলা, ১ নভেম্বর: ২ জন রোহিঙ্গা সহ মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে বিএসএফ।
শুক্রবার বেলা প্রায় ২ টা নাগাদ করবুক এলাকায় রোহিঙ্গাদের অবৈধ উপস্থিতি এবং চলাচলের বিষয়ে একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, গোমতী জেলার অন্তর্গত বিওপি ভাটিয়াবাড়ির বিএসএফ সৈন্যরা করবুক বাসস্ট্যান্ডে দুই রোহিঙ্গা নাগরিককে আটক করে।
আটক রোহিঙ্গারা দুজনই বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা, মোবাইল ও ইউএনএইচসিআর কার্ড উদ্ধার করা হয়েছে।
এছাড়াও বিএসএফ ত্রিপুরার সতর্ক সৈন্যরা বিভিন্ন অপারেশনে ভারত বাংলাদেশ সীমান্তে আন্তঃসীমান্ত চোরাচালানের বিভিন্ন প্রচেষ্টা ব্যর্থ করে এবং ৪ লক্ষ ৭৬ হাজার ৪৭৯ মূল্যের বিভিন্ন নিষিদ্ধ জিনিসপত্র এবং ১৬০০ কেজি চিনি জব্দ করেছে।