BRAKING NEWS

দীপাবলি উপলক্ষ্যে করিমগঞ্জের সীমান্তে মিষ্টি বিতরণ ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীদের

করিমগঞ্জ (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : পড়শী দেশে হাসিনা সরকারের পতন ঘটলেও দুই দেশের সীমান্ত রক্ষীর মধ্যে তেমন কোনও প্রভাব পড়েনি বলে মনে করা হচ্ছে। কেননা, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তেমনই একটি ঘটনা ঘটেছে করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে।

আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে সীমান্তে মিষ্টি বিতরণ করেছেন ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীরা। কাছাড় মিজোরাম ফ্রন্টিয়ারের শিলচর সেক্টরের অধীনস্থ বিএসএফ জওয়ান এবং শ্রীমঙ্গল সেক্টরের (বাংলাদেশ) অধীনস্থ একাধিক জিরো পয়েন্টে এদিন একে অপরকে মিষ্টিমুখ করিয়েছেন।

অবশ্য এই ঘটনা নতুন নয়। প্রতি বছর দীপাবলি, দোল উৎসব, রাখি বা বিজয়া দশমীর সময় এই ছবি দেখা যায় ভারত-বাংলাদেশ সীমান্তে। দুই দেশের জওয়ানরা একে অপরকে মিষ্টিমুখ করে শুভেচ্ছা বিনিময় করেন। এবার নোবেলজয়ী ড. ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দীপাবলির আগে ফের সেই দৃশ্য চোখে পড়েছে। 

করিমগঞ্জের সুতারকান্দি চেকপোস্ট ছাড়া পাথারকান্দির ভারত-বাংলাদেশ সীমান্তের লাঠিটিলা আয়রন ব্রিজ সীমান্ত, করিমগঞ্জের কুশিয়ারা নদীর করিমগঞ্জ-জকিগঞ্জ সীমান্তে দুই দেশের জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে, জানা গেছে বিএসএফ-এর মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের শিলচর সেক্টর সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *