BRAKING NEWS

আরও আট জোড়া অতিরিক্ত উৎসব স্পেশাল ট্রেন চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেল

গুয়াহাটি, ৩১ অক্টোবর (হি.স.) : চলতি উৎসবের মরশুমে যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামলাতে আরও আট জোড়া অতিরিক্ত উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে বিস্তারিত তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান,ট্রেন নম্বর ০৫৭৪২ নিউ জলপাইগুড়ি-গোমতিনগর উৎসব স্পেশাল ৩ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত নিউ জলপাইগুড়ি থেকে ০৮.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৭.১৫ ঘণ্টায় গোমতিনগর পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৫৭৪১ গোমতিনগর-নিউ জলপাইগুড়ি উৎসব স্পেশাল ৪ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গোমতিনগর থেকে ০৯.২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১০.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে।ট্রেন নম্বর ০৮৬২৬ রাঁচি-পুর্নিয়াকোর্ট উৎসব স্পেশাল ৩ ও ১০ নভেম্বর রাঁচি থেকে ১৮.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১১.০০ ঘণ্টায় পুর্নিয়াকোর্ট পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৮৬২৫ পুর্নিয়াকোর্ট-রাঁচি উৎসব স্পেশাল ৪ ও ১১ নভেম্বর পুর্নিয়াকোর্ট থেকে ১২.১০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৫.৩০ ঘণ্টায় রাঁচি পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫৭৩৮ কাটিহার-গোমতিনগর উৎসব স্পেশাল ৪ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত কাটিহার থেকে ১১.২৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৭.১৫ ঘণ্টায় গোমতিনগর পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৫৭৩৭ গোমতিনগর-কাটিহার উৎসব স্পেশাল ৫ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত গোমতিনগর থেকে ০৯.৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৫.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।

ট্রেন নম্বর ০৮১৮১ টাটানগর জংশন-কাটিহার উৎসব স্পেশাল ৪ ও ১১ নভেম্বর টাটানগর জংশন থেকে ২২.৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৫.১৫ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৮১৮২ কাটিহার-টাটানগর জংশন উৎসব স্পেশাল ৫ ও ১২ নভেম্বর কাটিহার থেকে ১৯.৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১০.০০ ঘণ্টায় টাটানগর জংশন পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫৬৪১ গুয়াহাটি-গোমতিনগর উৎসব স্পেশাল ২ নভেম্বর গুয়াহাটি থেকে ১৯.৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে তৃতীয় দিন ০১.৫০ ঘণ্টায় গোমতিনগর পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৫৬৪২ গোমতিনগর-গুয়াহাটি উৎসব স্পেশাল ৪ নভেম্বর গোমতিনগর থেকে ০৫.১৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১২.০০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫৪০৮ চণ্ডীগড়-কাটিহার উৎসব স্পেশাল ৩ নভেম্বর চণ্ডীগড় থেকে ২২.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে তৃতীয় দিন ০৩.৪৫ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৫৪০৭ কাটিহার-আমবালা ক্যান্ট উৎসব স্পেশাল ১ এবং ৫ নভেম্বর কাটিহার থেকে ০৭.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৩.৪০ ঘণ্টায় আমবালা ক্যান্ট পৌঁছবে। ট্রেনটি আন-রিজার্ভ হিসেবে চলবে।

ট্রেন নম্বর ০৭৬৯১ আগরতলা-ধর্মনগর উৎসব স্পেশাল আগরতলা থেকে ০৫:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ০৮:৫০ ঘণ্টায় ধর্মনগর পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৭৬৯২ ধর্মনগর-আগরতলা উৎসব স্পেশাল ধর্মনগর থেকে ১০:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ১৪:০৫ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। ট্রেনটি ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে৷

ট্রেন নম্বর ০৭৬৯৮ আগরতলা-সাব্রুম উৎসব স্পেশাল আগরতলা থেকে ১৪:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ১৬:৫০ ঘণ্টায় সাব্রুম পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৭৬৯৭ সাব্রুম-আগরতলা উৎসব স্পেশাল সাব্রুম থেকে ১৭:২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ১৯:৪৫ ঘন্টায় আগরতলা পৌঁছবে। ট্রেনটি ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে৷

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-র ওয়েব সাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে এই বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *