BRAKING NEWS

বালুরঘাট শহরে উদ্ধার বিপুল পরিমাণ শব্দবাজি, অভিযুক্ত পলাতক

বালুরঘাট, ৩১ অক্টোবর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের তহবাজার তৃপ্তি কেবিন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চার বস্তা নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ । উদ্ধার হওয়া  শব্দবাজির বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

জানা যায়, বালুরঘাট হাইস্কুল মাঠে পরিবেশবান্ধব বাজি বাজার বসেছে। তারপরও গোপনে তহবাজারে বিক্রি করা হচ্ছিল নিষিদ্ধ শব্দবাজি । খবর মিলতেই বৃহস্পতিবার বালুরঘাট থানার পুলিশ অভিযান চালায় ওই এলাকায়। অভিযানে উদ্ধার হয় চকলেট বোমা, লংকা বোম, স্কাই বোমা। যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। যদিও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে শহর জুড়ে এমন অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে প্রশাসন। 

হিন্দুস্থান সমাচার / সোনালি / সৌম্যজিৎ

রবীন্দ্র সরোবরে ছট পুজো নয়, অস্থায়ী ৮০ টি ঘাট প্রস্তুত – মেয়র 

কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : ছট পুজোতে শহর জুড়েই ঘাট এর সংখ্যা বাড়ছে। কলকাতা পুরসভা এ নিয়ে তৎপর। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত গঙ্গার স্থায়ী ঘাট সহ অস্থায়ী ঘাট নিয়ে ৮০  টির প্রস্তুতি জোরকদমেই। মেয়র ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে জানান, ছয়টি কৃত্রিম জলাশয় ও প্রস্তুত রাখা হবে। নৌবাহিনীর অনুমতি সাপেক্ষে তক্তা ঘাটে ছট পুজোর জন্য আয়োজন করা হয়েছে। কলকাতা পুরসভার তরফেও এ কথা জানানো হয়েছে। এদিকে, আগামী ৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল থেকে পরদিন শুক্রবার ৮ তারিখ সকাল পর্যন্ত চক্র রেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যদিকে, আলো দিয়ে সাজানো হবে সমস্ত ঘাট। পুলিশ ও পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে ঘাটের নিরাপত্তা সুনিশ্চিত করতে। নিমতলা ঘাটের ভাঙা অংশ ঘিরে রাখতে কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছে এ নিয়ে আগাম জানানো হয়েছে। উল্লেখ্য, রবীন্দ্র সরোবরে বন্ধ রাখা হয়েছে ছটপুজো, এ নিয়ে ফের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পূর্বের সংশ্লিষ্ট নির্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *