BRAKING NEWS

হনুমানের আতঙ্কে ঘরবন্দি কাপাস  এড়িয়ার মানুষ

পূর্ব মেদিনীপুর, ৩০ অক্টোবর (হি.স.): গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে দুটি হনুমান। বুধবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫! আতঙ্কে ঘরবন্দি মানুষ। কালীপুজোর আয়োজন হবে কোথা থেকে? মহিষাদলের কাপাসএড়িয়ার ঘটনা এটি।

খবর পেয়ে বনকর্মীরা এসেছেন। এসেছে থানার পুলিশ কর্মীরাও। হনুমানকে খাঁচা বন্দি করতে আনা হয়েছে খাঁচাও! কিন্তু সে গুড়ে বালি! খাঁচার ভেতরে রাখা কলা হাতে করে বাইরে বের করে খেয়ে পালাচ্ছে দুই রামভক্ত। খাঁচার ভেতরে ঢুকছে না কিছুতেই।

গ্রামবাসীরা জানিয়েছেন, কয়েকদিন আগে খাবারের খোঁজে গ্রামে হানা দিয়েছিল দুটি হনুমান। তারপর থেকেই তাদের তাণ্ডব চলছে।বন দফতরের দাবি, দুটির মধ্যে একটি হনুমান খ্যাপা। তারই জেরে সমস্যা বেড়েছে। রাস্তায় পথচলতি মানুষ জনকে আচমকা আঁচড়ে, কামড়ে ক্ষতবিক্ষত করছে।

স্থানীয় বাসিন্দা সৌমিত্র মাইতি বলেন, “বন দফতর কোনও কাজের নয়। হনুমান তো খাঁচাবন্দি হওয়ার পরিবর্তে ওদেরকেই বুড়ো আঙুল দেখিয়ে চলে যাচ্ছে!” মহিষাদল ব্লকের বিডিও বরুণাশিস সরকার বলেন, “খবর পেয়ে বনকর্মীরা গ্রামে গিয়েছেন। হনুমান দুটিকে বন্দী করার চেষ্টা চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *