BRAKING NEWS

আবাস তালিকা খতিয়ে দেখতে নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.)  : আবাস যোজনার তালিকা থেকে বাদ যাওয়া নামগুলি পুনরায় খতিয়ে দেখতে মঙ্গলবারই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা দ্রুত কার্যকর করতে বুধবার নবান্নে বিশেষ বৈঠক বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার জেলাশাসক উপস্থিত ছিলেন।  ছিলেন পঞ্চায়েত দফতরের কর্তারাও।

বাংলা আবাস যোজনার টাকা যে রাজ্যই দেবে তা আগেই জানিয়েছিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছিলেন, চলতি বছরের মধ্যে আবাস যোজনায় রাজ্যের ১১ লক্ষ মানুষকে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির টাকা দিয়ে দেবে নবান্ন।

আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা। ইতিমধ্যে যুদ্ধকালীন সমীক্ষায় আবাস যোজনার  প্রাপকদের নামের তালিকাও তৈরি। টাকা বিলির আগে শেষ সমীক্ষায় অনেকের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ।

প্রশাসন সূত্রের খবর, তালিকায় নাম থাকা বেশ কিছু মানুষের যেমন মৃত্যু হয়েছে তেমনই বহু যোগ্য প্রাপক হয়তো তালিকা থেকে বাদ গিয়ে থাকতে পারেন। একজনও যোগ্য মানুষ যেন বঞ্চিত না হন, সেটাই মুখ্যমন্ত্রীর লক্ষ্য। তাই প্রথম কিস্তির টাকা বিলির আগে আরও একবার আবাসের বাড়ি বানানোর তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।  প্রসঙ্গত, প্রাপকদের বাড়ির তালিকা তৈরি নিয়ে বেনিয়মের অভিযোগে মঙ্গলের পর বুধবারও জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন একাংশ গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *