নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর: দীপাবলি উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মূলত দীপাবলি মেলায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিয়েই এই বিশেষ ট্রেন গুলি প্রদান করা হয়েছে।
আগরতলা থেকে ধর্মনগর, আবার ধর্মনগর থেকে আগরতলা রুটে এবং আগরতলা থেকে সাব্রুম আবার সাব্রুম থেকে আগরতলা রুটে ৩১অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল করবে।
এই বিশেষ ট্রেন আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেবে সকাল ৫ টায়, ধর্মনগর পৌঁছাবে সকাল ৮.৫০ মিনিটে। আবার ধর্মনগর থেকে রওনা দেবে সকাল সাড়ে ১০ টায়, আগরতলায় পৌঁছাবে ১৪.০৫ মিনিটে।
এদিকে আগরতলা ও সাব্রুম রুটে এই ট্রেনগুলির মধ্যে আগরতলা থেকে সাব্রুমের উদ্দেশ্যে রওনা দেবে ১৪.৩০ মিনিটে, সাব্রুমে পৌঁছাবে ১৬.৫০ মিনিটে। একইভাবে সাব্রুম থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে ১৭:২০ মিনিট, আগরতলায় এসে পৌঁছাবে ১৯.৪৫ মিনিটে।