আগরতলা, ৩০ অক্টোবর : আসন্ন দীপাবলী উৎসবকে সামনে রেখে আজ আগরতলা শীতলা তলী উন্নয়ন কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী সহ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বনমালিপুর মন্ডল সভাপতি চন্দ্র শেখর দেব এবং কর্পোরেটর অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা।
শীতলা তলী উন্নয়ন কমিটির আয়োজিত এই অনুষ্ঠানে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জনগণের মধ্যে বস্ত্র বিতরণ এবং বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন ।
অনুষ্ঠানে সংসদ রাজীব ভট্টাচার্য বলেন, শীতলা তলী উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি প্রশংসনীয়। এই ধরনের সামাজিক কার্যকলাপ এভাবে যেন চলতে থাকে সেই আহ্বান জানান তিনি। পাশাপাশি উপস্থিত সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি।