নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর: স্কাউট ও গাইড এর নতুন কমিটি নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অবিলম্বে এই বিতর্কিত কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি গঠনের দাবি উঠেছে।
ত্রিপুরা রাজ্যে স্কাউট ও গাইড এর নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এই কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে । এই কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি গঠনের দাবিতে আজ ত্রিপুরা রাজ্য স্কাউট এবং গাইড এর কিছু সদস্য যুব বিষয়ক ক্রিয়া দপ্তরের অধিকর্তা এস বি নাথের নিকট ডেপুটেশন প্রদান করতে যায়।
অধিকর্তা তাদের সঙ্গে বাজে ব্যবহার করে তাদের বের করে দেয় বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে বর্তমান এই কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানিয়েছে।