নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): দিল্লির দূষণ পরিস্থিতি নিত্যদিন খারাপ পর্যায়ে পৌঁছচ্ছে। পরিস্থিতি এমন যে শ্বাসকষ্টের অভিযোগ করছেন রাজধানীবাসীর একাংশ। মঙ্গলবার সকালে রাজধানী দিল্লির আকাশ ছিল ধোঁয়াশায় ঢাকা। ফলে দৃশ্যমানতাও কিছুটা কমেছে। মঙ্গলবার সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, মুনিরকা, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান খারাপ ছিল। আইটিও ও সংলগ্ন এলাকায় বাতাসের গুণগতমান ছিল ২৬১। লোধি রোড ও সংলগ্ন অঞ্চলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৫৫, যা মন্দ পর্যায়ে পড়ে।এমনিতেই বায়ুদূষণ, বাতাসের গুণগতমান খারাপ, তার মধ্যে যমুনা নদীর জল এখনও খারাপ অবস্থায় রয়েছে। দিল্লিতে যমুনার জলে মঙ্গলবার সকালেও দূষণের দৃশ্য ধরা পড়ল। বিগত কয়েকদিনের মতো মঙ্গলবারও দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে।
2024-10-29