কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে একলব্য পরিসরে সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন ও বিশেষ বক্তৃতানুষ্ঠান

আগরতলা, ২৮ অক্টোবর : কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরের এনএসএস শাখারউদ্যোগে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহের উদ্বোধন করেছে এবং ‘সাইবার নিরাপত্তার বিষয়ে’সতর্কতা এবং সচেতনতার গুরুত্ব’ এবং ‘নারীদের নেতৃত্বে উন্নয়ন নীতি ও বাস্তবায়ন’ বিষয়ক বিশেষ বক্তৃতারআয়োজন করাহয়েছে। এই অনুষ্ঠানে  অনলাইনের মাধ্যমে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেনগঙ্গানাথ ঝাপরিসরের অধ্যাপক ডঃ রাজেশ কান্ত তিওয়ারিমহোদয় (সহকারী অধ্যাপক,  কম্পিউটার সায়েন্স)।

তিনি তার ভাষনে তিনি ‘সাইবার নিরাপত্তার বিষয়ে সচেতনতা’ বিষয়ে বক্তৃতা প্রদান করেন এবং সাইবার অপরাধের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।অন্যদিকে ডাঃ চেতনা বেদি,মহোদয়া(সহকারী অধ্যাপক, বেদ যোগ ধানমন্দিরম, পুনে)‘নারী নেতৃত্বে উন্নয়ন নীতি ও বাস্তবায়ন’ বিষয়ে বক্তব্য রাখেন। তার ভাষণে তিনি অভিমত ব্যক্ত করেন যে, নারীরা অনাদিকাল থেকে বিশ্বকেস্থিতিশীল বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে অনিবার্য অবদান রাখছে। বর্তমান যুগে সকল ক্ষেত্রে তাদের অবদান উল্লেখযোগ্য ও প্রশংসনীয়। সরকারের গৃহীত বিভিন্ন ধরনের প্রগতিশীল উদ্যোগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীদের আরও সক্রিয় অংশগ্রহণের ভিত্তি তৈরি করেছে। এছাড়া, একলব্য পরিসরেরবুদ্ধদর্শণবিভাগের প্রধান অধ্যাপক অবধেশ কুমার চৌবে দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকার গুরুত্বের ওপর অভিমতব্যক্ত করেন  এবং আর্থিক দুর্নীতি দমনে যথাযথ ব্যবস্থা গ্রহণের উপরগুরুত্বারোপ করেন ।

     প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র, ক্যাম্পাসেরনির্দেশকএই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং বর্তমান সমাজে নারীদের বিভিন্ন ভূমিকা তুলে ধরেন। তার ভাষণে, তিনি মতামত দেন যে,নারীদের দ্বারাই উন্নয়ন নীতি ও বাস্তবায়নযথাযথ ভাবেসংঘটিত হয়। সাইবার অপরাধ প্রসঙ্গে তিনিদুর্নীতিরবিরুদ্ধে সতর্ক থাকার উপরগুরুত্ব দেন। এছাড়া, ক্যাম্পাসের নির্দেশক অধ্যাপক প্রভাত কুমার মহাপাত্র মহোদয়সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষে সকলকেসততার অঙ্গীকারবদ্ধ হবারশপথবাক্যপাঠকরান। এই অধিবেশনটি সমন্বয় করেন ড. নন্দদুলাল মন্ডল, সহকারী অধ্যাপক (শিক্ষাশাস্ত্র) এবং মঞ্চ সমন্বয় করেছিলেন শ্রী রঙ্গরাজ শর্মা, শিক্ষাশাস্ত্রের (বিএড) ছাত্র। সমস্ত ছাত্রছাত্রী এবংঅধ্যাপক অধ্যাপিকা,কর্মচারীবৃন্দএই অনুষ্ঠানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।