(আপডেট) পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী, ঘাতক লরিতে ভাঙচুর, এলাকায় উত্তেজনা

মালদা, ২৭ অক্টোবর(হি.স.): মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর বাসস্ট্যান্ডে রবিবার সকালে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এক লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন ১৯ বছর বয়সী মোঃ জীবন নামে এক বাইক আরোহী যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, মহেন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তুলসীহাটা-ভালুকাগামী রাজ্য সড়কে তুলসীহাটা থেকে ভালুকার দিকে যাচ্ছিলেন জীবন। অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি তার মোটরবাইককে ধাক্কা মারলে, তিনি রাস্তায় পড়ে যান এবং লরির চাকার নিচে পিষ্ট হয়ে তার পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গুরুতর অবস্থায় জীবনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে পূর্ণিয়া রেফার করার পরিকল্পনা চলছে। দুর্ঘটনার পর ঘাতক লরির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়, যা ঘিরে ক্ষুব্ধ জনতা লরিটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।

এই দুর্ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।