রোগীর মৃত্যু ঘিরে অভিযোগের কাঠগড়ায় আইজিএম হাসপাতাল

আগরতলা, ২৭ অক্টোবর : রোগীর মৃত্যু নিয়ে অভিযোগের কাঠগড়ায় আইজিএম’র স্বাস্থ্য পরিষেবা।

অভিযোগে জানা গেছে, শারীরিক সমস্যার কারণে পূর্ব প্রতাপগড়ের শান্তি সাহাকে (৫৪) আইজিএম হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু তাঁর ছেলে অভিযোগ করেন, হাসপাতালে রোগীকে ধরেও দেখা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাঁর বাবার কি সমস্যা জিজ্ঞাসার পর কোনো ধরনের চিকিৎসা না করেই জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন। জিবি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।

প্রয়াতার ছেলে জানান, অসুস্থ বোধ হলেও তার বাবা বাড়ি থেকে আইজিএম আসা অবধি কথা বলছিলেন। এমনকি জিবি হাসপাতালে স্থানান্তর করার পরও নিজে পায়ে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠে বসেন তিনি। অ্যাম্বুলেন্সে থাকতেই একবার বমি হয় এবং তারপরই তিনি জ্ঞান হারান। 

প্রয়াত শান্তি সাহার ছেলে অভিযোগ তোলেন, তার বাবাকে যদি সেই অবস্থায় আইজিএম হাসপাতালে অন্তত প্রাথমিক চিকিৎসা শুরু করা হতো, তাহলে তিনি প্রাণে বেঁচে যেতেন।