ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তীরে এসে তরী ডুবালো ত্রিপুরার সিনিয়র মহিলা ক্রিকেট দল। ঠিক ছয় বল বাকি থাকতে হিমাচল প্রদেশ চার উইকেটে জয় ছিনিয়ে নিল। লখনৌতে মহিলা সিনিয়র টি-টোয়েন্টি ২০২৪-২৫ টুর্নামেন্টে। তবে রাজ্য দলের ব্যাটার্সরা আরও কিছুটা রান সংগ্রহ করতে পারলে একদিকে যেমন চ্যালেঞ্জিং স্কোর হতো, অপরদিকে খেলার ফলাফলও অন্যরকম হতো। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে হারলো ত্রিপুরার মহিলা ক্রিকেট দল। লখনৌতে ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুতে টস জিতে হিমাচল প্রদেশ প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে ত্রিপুরা দল নির্ধারিত ২০ ওভারে দুইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। ওপেনার মৌচৈতি দেবনাথ এর অপরাজিত ৩৮ রান এবং ঋজু সাহার অপরাজিত ৩৩ রান উল্লেখযোগ্য। মাঝে তামান্না নিগম ১৮ রান এবং পূজা পাল ১০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে হিমাচল প্রদেশ এক সময় চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্যে দিয়ে এগোলেও শেষ পর্যন্ত ঠিক ছয় বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে মনিকা দেবীর অপরাজিত ৩৬ রান দলকে ঝুঁকিপূর্ণ জয় এনে দেয়। প্রিয়াঙ্কা আচার্য ও রেশমা নায়েক দুইটি করে এবং সুরভী রায় ও অন্নপূর্ণা দাস একটি করে উইকেট পেয়েছেন। গ্রুপ লীগের অপর খেলায় কেরালা ২০ রানের ব্যবধানে হরিয়ানাকে এবং রেলওয়েজ ৫৮ রানের ব্যবধানে চন্ডিগড় কে পরাজিত করেছে।
2024-10-26