ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রঞ্জি ট্রফির ম্যাচ দেখতে মাঠে প্রচুর দর্শকের আগমন ঘটেছে। ক্রিকেট প্রেমীরা মাঠমুখো হয়েছেন। আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন মুম্বাই দল বলে কথা। রঞ্জি আসরে এমবিবি স্টেডিয়ামে ইদানিংকালে রেকর্ড লোক বলা যেতে পারে। মাঠের পরিস্থিতির কারণে খেলা শুরুর সংকেত পেতে প্রায় ৯০ মিনিট অপেক্ষা করতে হয়েছে। তা সত্যি, তবে এমবিবি স্টেডিয়ামে এবারের মতো রঞ্জি ট্রফির বল মাঠে পড়েছে ঘড়িতে তখন দশটা বেজে ৩৫ মিনিট। ব্যক্তিগত ৯৬ রান থেকে শতরানে পৌঁছুতে সূর্য্যাংশ বাউন্ডারির উদ্দেশ্যে ব্যাট ঘুরিয়ে ছিল। ৩ রান সংগ্রহ করে ৯৯-এ পৌঁছে অপেক্ষা করছিল। পরক্ষণে মনি শংকরের বল সপাটে ঘুরিয়েছিল সুর্যাংশ তাঁর পঞ্চম ওভার বাউন্ডারির মধ্য দিয়ে শতরানে পৌঁছাতে। ব্যাটে বলে তেমন হয়নি। বাউন্ডারি সীমানায় তেজস্বীর হাতে কট আউট হয়ে সূর্যাংশ সেডগে প্যাভেলিয়নে ফিরলেন ব্যক্তিগত ৯৯ রানে। আফসোস থেকে গেল শতরানের। এমবিবি স্টেডিয়ামে সফরকারী মুম্বাই রঞ্জি ট্রফির ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। প্রায় দেড় ঘন্টা দেরিতে খেলা শুরুর পর দলীয় ১৩ রানের মধ্যে পরপর দুটি উইকেটের পতন মুম্বাই শিবিরকে একটু ভাবিয়ে তোলে। অভিজিৎ সরকারের বলে প্রথম উইকেট হিসেবে আয়ুস মাহেত্রে এবং মনীশংকরের বলে দ্বিতীয় উইকেট হিসেবে সিদ্ধান্ত আউট হয়ে ফিরে আসলে ওপেনার অংক্রিসের সঙ্গে আজিংকা রাহানে দৃঢ়তাপূর্ণ জুটি গড়ে রান সংগ্রহের চেষ্টা করে। শেষ পর্যন্ত দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে সফরকারী মুম্বাই ৬০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে। সূর্যাংশ ৯৩ বল খেলে দশটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯৯ রান সংগ্রহ করে। স্যামস মুলানি ৩৮ রানে অপরাজিত ভূমিকায় উইকেটে রয়েছেন। এছাড়া, ল্যাড-এর ২৯ রান এবং ওপেনার অংক্রিস রঘুবংশীর ২৮ রান উল্লেখযোগ্য। অভিজিৎ সরকার ও মনি শংকর মুড়া সিং দুটি করে, পারভেজ সুলতান একটি উইকেট পেয়েছেন। এদিকে, গ্রুপের অন্য খেলায় উড়িষ্যার ১৯৩ রানের জবাবে বরোদা দিনের খেলা শেষে ২২ ওভারে এক উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে। জম্মু-কাশ্মীর খেলছে সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে। মহারাষ্ট্রের বিরুদ্ধে মেঘালয় দিনের খেলা শেষে ৮ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করেছে।
2024-10-26