উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের পরামর্শমূলক কমিটির সদস্য নিযুক্ত সাংসদ রাজীব ভট্টাচার্য্য

আগরতলা, ২৬ অক্টোবর: উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের পরামর্শমূলক কমিটিতে সদস্য হলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য। গতকাল সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের পরামর্শমূলক  কমিটিতে ১৪জন স্থান পেয়েছেন। তাতে চেয়ারম্যান পদে মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া নিযুক্ত হয়েছেন। তেমনি ওই কমিটিতে সদস্যপদে ১০ জন এবং পদাধিকারবলে পদে দুইজন নিযুক্ত হলেন।